How To Make Free Internet Call 2021 Bangla Tutorial | কিভাবে আপনারা ফ্রিতে ইন্টারনেট কল করবেন | #Explain Guru BD


* কিভাবে আপনারা ফ্রিতে ইন্টারনেট কল করবেন সেটি বিস্তারিত বলব।


ইন্টারনেটে অনেক সহজেই ফ্রিতে কল করা যায়। কিন্তু কিছু কিছু ওয়েবসাইট অথবা অ্যাপস এর মাধ্যমে ইন্টারনেট কল করার সময় আমাদের নাম্বারগুলো গোপন থাকে না। কিন্তু কিছু কিছু পপুলার অ্যাপস আছে যেগুলোর মাধ্যমে আপনারা নাম্বার গোপন রেখে একদম ফ্রিতে ইন্টারনেট কল করতে পারবেন




এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি অ্যাপস হচ্ছে Dingtone | অনেকে হয়তো অ্যাপসটির নাম শুনে থাকবেন ।অথবা ব্যবহার করে থাকবেন । অ্যাপসটি দিনদিন অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছে। কারণ এখানে আপনি আপনার নাম্বার গোপন রেখে ইন্টারনেট কল করতে পারবেন।


১. প্রথমে গুগল প্লে স্টোর থেকে Ding Dong লিখে সার্চ করে অ্যাপটি ইন্সটল করুন।



২. অ্যাপটি ইন্সটল করার পর সেখানে গুগল একাউন্টের মাধ্যমে সাইনআপ  করুন।

মনে রাখবেন ফোন নাম্বার দিয়ে সাইনআপ  করলে অনেক সময় নাম্বার গোপন হয় না। তাই নাম্বার গোপন রাখতে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করুন। এপে প্রবেশ করার পর একদম নিচে More অপশনে ক্লিক করুন। 


৩. এরপর সেটিং এ যান, সেখান থেকে আপনার ইমেইল এড্রেস টি ভেরিফাই করে নিন।



ইমেইল এড্রেস টি ভেরিফাই করার সময় আপনার ই-মেইল এর ছয় ডিজিটের একটি কোড যাবে সেটি এখানে দিয়ে ভেরিফাই করুন।


৪. এবার আপনাকে কিছু সংখ্যক ক্রেডিট আয় করতে হবে নতুবা আপনি কল করতে পারবেন না । সে ক্ষেত্রে আপনি ওয়াচ ভিডিও অপশনটি থেকে ভিডিও দেখে ক্রেডিট আয় করতে পারেন। 

ক্রেডিট আয় করার জন্য প্রথমে আপনাকে Get Free Credit এখানে ক্লিক করতে হবে।




তারপর এখান থেকে আপনারা বিভিন্নভাবে ক্রেডিট আয় করতে পারেন।




৫. ক্রেডিট আয় করার পর কল অপশন এসে নাম্বার ডায়াল করে কল করুন।




আপনার নাম্বার গোপন থাকছে কি না সেটি দেখার জন্য আপনি আপনার বাড়ি কোথায় বন্ধুর ফোনে কল করে দেখতে পারেন। 



বিশেষ দ্রষ্টব্য:- 
এখান থেকে বুঝতে সমস্যা হলে নিচে আমার ভিডিওর লিংক দেওয়া আছে সেখান থেকে বিস্তারিত দেখে আসতে পারেন।



Video Link:- 


 এই ওয়েবসাইটের কোন ভিডিও/কনটেন্ট/আর্টিকেল  বিনা অনুমতিতে কেউ অন্য কোন চ্যানেল/ওয়েবসাইট অথবা ব্লগ এ আপলোড করলে তার বিরুদ্ধে কপিরাইট একশন নেয়া হবে।




Post a Comment

0 Comments